Country

1 year ago

Gujarat : গুজরাটের কচ্ছে ৩.২ তীব্রতার ভূমিকম্প, কেউ হতাহত হননি

Mild tremor of 3.2 magnitude recorded in Kutch district
Mild tremor of 3.2 magnitude recorded in Kutch district

 

আহমেদাবাদ, ২০ মার্চ : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা। সোমবার সকালে গুজরাটের কচ্ছ জেলায় হালকা তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। সকাল ৭.৩৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

গুজরাটে ভূমিকম্পের মাত্রা যেন বেড়েই চলেছে। দু-একদিন অন্তর অন্তরই সে রাজ্য থেকে ভূমিকম্পের সংবাদ মেলে। ইনস্টিটিউট অফ সিসমোলোজিকাল রিসার্চ জানিয়েছেন, কচ্ছ জেলার ভাচাউ শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সকাল ৭.৩৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

You might also like!