Country

8 months ago

Earthquake felt in Kashmir and Rajasthan:মৃদু ভূমিকম্প কাশ্মীরের কিশতওয়ারে, ৩.৭ তীব্রতার কম্পন রাজস্থানের পালিতে

Earthquake felt in Kashmir and Rajasthan
Earthquake felt in Kashmir and Rajasthan

 

নয়াদিল্লি, ৬ এপ্রিল : হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দুই প্রান্ত। শুক্রবার রাত ১১.০১ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলা। এরপর শনিবার ভোররাতে ১.২৯ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় রাজস্থানের পালিতে, সেখানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার রাত ১১.০১ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলা। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র এবং শ্রীনগর থেকে ১৮৭ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। রাজস্থানের পালিতে শনিবার ভোররাতে ১.২৯ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। রাজস্থানের পুষ্কর থেকে ১৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল উপকেন্দ্র।

You might also like!