Country

6 months ago

Ladakh : লাদাখের লেহ-তে ৪.৩ তীব্রতার ভূমিকম্প, মৃদু কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল

Earthquick at Ladakh

 

লেহ, ১৯ সেপ্টেম্বর : হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। সোমবার সকালে লাদাখের লেহ-তে মৃদু তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ লাদাখের লেহ-তে ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৪.৮৬ অক্ষাংশ ও ৭৫.৫৪ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। কার্গিল থেকে ৬৪ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে, রাজৌরি থেকে ২০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ও লেহ থেকে ২০২ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।


You might also like!