Country

1 week ago

Rajasthan: রাজস্থানের বাড়মের-এ ভেঙে পড়ল মিগ-২৯ বিমান, তদন্তের নির্দেশ বায়ুসেনার

MiG-29 aircraft crashed in Rajasthan's Barmer
MiG-29 aircraft crashed in Rajasthan's Barmer

 

বাড়মের, ৩ সেপ্টেম্বর : রাজস্থানের বাড়মের সেক্টরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধ বিমান। সোমবার রাতে রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে বিমানটি। মাটিতে আছড়ে পড়ার পর বিমানে আগুনে ধরে যায়। বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়মের সেক্টরে রুটিন রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময়, একটি আইএএফ মিগ-২৯ জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়, পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। পাইলট নিরাপদ রয়েছেন এবং জীবন অথবা সম্পত্তির কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মাটিতে আছড়ে পড়ার পর বিমানে আগুন ধরে যায় ও বিকট শব্দ শোনা যায়।

You might also like!