হায়দরাবাদ, ২ অক্টোবর : রবিবার মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মুশিরাবাদের গান্ধী হাসপাতালে জাতির পিতার ১৬ ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উৎসর্গ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও। পাঁচ টন ওজনের মহাত্মা গান্ধীর ১৬ ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তিটি রাম সুতার ফাইন আর্টস ১.২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।
মূর্তিটি ২০০ বর্গমিটার একটি দ্বীপ এলাকায় স্থাপন করা হয়েছে। এক কোটি টাকা ব্যয়ে ল্যান্ডস্কেপ নির্মাণ, প্লান্টার দেওয়াল, আলোকসজ্জা, সিভিল ওয়ার্কস, ফুটপাথের মতো সুবিধাগুলি নিয়ে তৈরি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী সেকেন্দ্রাবাদের এমজি রোডে সংস্কার করা মহাত্মা গান্ধী পার্কটিও দেশকে উৎসর্গ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ ও যীশু খ্রিস্টের মতো এমন একজন মানুষ যারা অহিংসার নীতি অনুসরণ করে বিশ্বকে প্রভাবিত করেন। তিনি বলেন, আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী, যিনি 'জয় জওয়ান, জয় কিষাণ'-এর মতো মহান স্লোগান দিয়েছিলেন এবং সর্বদা সরল জীবনযাপন করেছিলেন। আজ সারা দেশ মহাত্মা গান্ধীর পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছে।