Country

4 weeks ago

Delhi Metro : স্বাধীনতা দিবসে ভোর ৪টে থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা

Delhi Metro (symbolic picture)
Delhi Metro (symbolic picture)

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : দেশের জাতীয় রাজধানীতে ভারতের ৭৮–তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাতে নাগরিকদের কোনওরকম অসুবিধা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিলো দিল্লি মেট্রো। মঙ্গলবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে। তাদের তরফে জানানো হয়েছে যে, ১৫ আগস্টে দিল্লির মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৪টা থেকে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এও জানিয়েছে, সেদিন রাজধানীতে মেট্রো সকাল ৬টা পর্যন্ত সমস্ত লাইনেই ১৫ মিনিট অন্তর চলবে। ওইদিন তারপরের সময়ে অন্যান্য দিনের মতোই নির্ধারিত সময়সূচি মেনে চলবে দিল্লি মেট্রো।

You might also like!