Country

7 months ago

Giorgia Meloni congratulate PM Modi:তৃতীয়বার প্রত্যাবর্তনে মোদীকে অভিনন্দন মেলোনির, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

Giorgia Meloni congratulate PM Modi
Giorgia Meloni congratulate PM Modi

 

নয়াদিল্লি, ৫ জুন : টানা তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, এনডিএ জোটের সুবাদে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদী। মোদীর প্রধানমন্ত্রী হওয়া যখন একেবারে নিশ্চিত তখন তাঁকে শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুভেচ্ছা পাওয়ার পর জর্জিয়া মেলোনিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মেলোনি এক্স বার্তায় লিখেছেন, ''নির্বাচনে জয়ের শুভেচ্ছানএবং আরও ভালো কাজ করার জন্য উষ্ণ অভিনন্দন জানাই। আমরা একসঙ্গে কাজ করে বন্ধুত্বকে আরও মজবুত করব, যাতে ইটালি ও ভারত ঐক্যবদ্ধ থাকে। আমাদের দেশ এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে যা আমাদের আরও বন্ধনে আবদ্ধ রাখবে।'' মেলোনির বার্তা পেয়ে আপ্লুত মোদীও। বুধবার সকালে তিনি সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ''আপনার সহৃদয় বার্তার জন্য ধন্যবাদ মেলোনি। আমরা ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। বিশ্বকল্যাণের জন্য একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।''


You might also like!