Country 5 months ago

মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ ব্রিগেডিয়ার বিডি মিশ্রের

B D Mishra

 


শিলং, ৪ অক্টোবর  : অরুণাচল প্রদেশের রাজ্যপাল ব্রিগেডিয়ার (অবসরপ্ৰাপ্ত) ড. বিডি মিশ্র মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ নিলেন। শিলঙে রাজভবনের দরবার হল-এ আজ তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন মেঘালয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বিদায়ী রাজ্যপাল সত্যপাল মালিকের স্থলাভিষিক্ত হয়েছেন ড. বিডি মিশ্র।

গত ১ অক্টোবর ব্রিগেডিয়ার (অবসরপ্ৰাপ্ত) ড. বিডি মিশ্রকে মেঘালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদায়ী রাজ্যপাল সত্যপাল মালিকের মেয়াদ শেষ হয়েছে গতকাল ৩ অক্টোবর।

আজকের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ও তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং রাজ্যের শীর্ষ আধিকারিকগণ। এর পর তাঁর টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী নতুন রাজ্যপালকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, মেঘালয়ের উন্নয়নে আমরা তাঁর পরামর্শ এবং সমর্থনের জন্য অপেক্ষা করছি। আমরা তাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই।


You might also like!