Country

11 months ago

মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুকে গ্রেফতার করল ইডি

ED arrested liquor dealer Sameer Mahendru
ED arrested liquor dealer Sameer Mahendru

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার সকালে আম আদমি পার্টির দিল্লি সরকারের আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে জোরবাগ থেকে মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুকে গ্রেফতার করেছে। সমীর ইন্ডোস্পিরিট কোম্পানির পরিচালক।

সূত্রের খবর, সমীর মহেন্দ্রু এই কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত। তার বাড়িতেও অভিযান চালানো হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দুই ঘনিষ্ঠ সহযোগীকে ৪-৫ কোটি টাকা বেআইনি অর্থ প্রদানের অভিযোগ রয়েছে সমীরের বিরুদ্ধে।

এফআইআরে অভিযোগ করা হয়েছে, সিসোদিয়ার সহকারী অর্জুন পান্ডে নায়ারের পক্ষে মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুর কাছ থেকে নগদ প্রায় দুই থেকে চার কোটি টাকা নিয়েছিলেন। সিসোদিয়া সহ আট অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে সিবিআই।


You might also like!