নয়াদিল্লি, ১৯ নভেম্বর : সমস্ত দেশবাসীকে ছট মহাপরবের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছটপুজোর শুভকামনা জানিয়ে লিখেছেন, "মহাপরব ছটের সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষ্যে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা। সূর্য দেবতার আরাধনা সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্যম বয়ে আনুক।"
বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড-সহ দেশের বিভিন্ন রাজ্যে এদিন ছট পুজো উপলক্ষ্যে লক্ষ লক্ষ পুন্যার্থী, বিভিন্ন নদী ও জলাশয়ে অস্তগামী সূর্যের প্রতি অর্ঘ্য অর্পন করবেন। ছট ঘাটগুলিতে পুজার্চনার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল ছটপুজোর শেষ দিনে পুন্যার্থীরা ভোরবেলায় উদীয়মান সূর্যের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করবেন। এই উৎসব উপলক্ষ্যে ঘরে ঘরে তৈরি হচ্ছে ঠেকুয়া, খাজুরিয়া, কাসার, কাছুয়ানিয়া ইত্যাদি প্রসাদ। ছট পুজোর এই প্রসাদগুলি ভগবান সূর্যের উদ্দেশ্যে নিবেদন করা হয়।