নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : মহানবী হজরত মহম্মদের জন্মদিন মিলাদ-উন-নবী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সম্প্রীতি ও ঐক্য সর্বদা বিরাজ করুক।
প্রধানমন্ত্রী মোদী সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ঈদ মুবারক! মিলাদ-উন-নবী উপলক্ষ্যে শুভেচ্ছা। সম্প্রীতি ও ঐক্য সর্বদা বিরাজ করুক। চারিদিকে আনন্দ ও সমৃদ্ধি থাকুক।"