জম্মু, ৪ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে সাঞ্জিছট হেলিপ্যাডে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। পুণ্যার্থীরা ফুল দিয়ে অমিত শাহকে স্বাগত জানান। এরপর বৈষ্ণো দেবী মন্দিরে পূজার্চনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরতিও করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এখন জম্মু ও কাশ্মীর সফরে রয়েছেন। সোমবারই এই কেন্দ্রশাসিত অঞ্চলে আসেন তিনি। তিন-দিনের এই সফরে জম্মু ও কাশ্মীরে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।