Country

4 weeks ago

Uttar Pradesh Fire: কানপুরে মেট্রো গুদামে ভয়াবহ আগুন, দীর্ঘ চেষ্টার পর আয়ত্তে আনল দমকল

Fire breaks out at metro warehouse in Kanpur
Fire breaks out at metro warehouse in Kanpur

 

কানপুর, ১১ অক্টোবর : উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ আগুন লাগল মেট্রোর গুদামে। শনিবার কানপুরের পাঙ্কি থানা এলাকার মোরাং মান্ডির কাছে একটি মেট্রোর গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। দমকল অফিসার কৈলাশ চন্দ্র বলেন, "আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং প্রায় নিভে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, এবং আগুন প্রায় নিভে গেছে।"

You might also like!