Country

1 year ago

Kapil Sibbal: অগ্নিবীর প্রকল্প নিয়ে বহু মানুষ অসন্তুষ্ট : কপিল সিব্বল

Many people are unhappy with Agniveer project: Kapil Sibal
Many people are unhappy with Agniveer project: Kapil Sibal

 

নয়াদিল্লি, ৬ জুন: অগ্নিবীর প্রকল্প নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। অগ্নিবীর প্রকল্প প্রসঙ্গে জেডিইউ নেতা কে সি ত্যাগীর মন্তব্যে প্রসঙ্গে বৃহস্পতিবার কপিল সিব্বল বলেছেন, "বহু মানুষ এই প্রকল্পে অসন্তুষ্ট এবং আমি মনে করি নির্বাচনে অগ্নিবীর অনেক প্রভাব ফেলেছে, বিশেষ করে উত্তর প্রদেশ এবং অন্যান্য কিছু রাজ্যে।"

কপিল সিব্বল একইসঙ্গে যোগ করেছেন, 'দয়ালু ভগবান'-এর এই বিষয়ে চিন্তা করা উচিত এবং আলোচনা হওয়া উচিত এই বিষয়ে।" উল্লেখ্য, বৃহস্পতিবারই কে সি ত্যাগী বলেন, "অগ্নিবীর প্রকল্প নিয়ে ক্ষুব্ধ ভোটারদের একাংশ। আমাদের দল চায় যে সমস্ত ত্রুটিগুলি জনসাধারণের দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হোক এবং দূর করা হোক।"

You might also like!