Country

7 months ago

Manish Sisodia on CBI raid bank locker : বাড়ির মতো ব্যাঙ্ক লকারেও কিছু পাইনি সিবিআই : মনীশ সিসোদিয়া

Manish sisodia on cbi raid bank locker

 

নয়াদিল্লি, ৩০ আগস্ট : বাড়ির মতো ব্যাঙ্ক লকার থেকেও কিছুই পাইনি সিবিআই। দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। মঙ্গলবার সকালে দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের সেক্টর-৪-এর বসুন্ধরায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় হানা দেয় সিবিআই-এর ৫ সদস্যের একটি টিম। সেই সময় ব্যাঙ্কেই ছিলেন সিসোদিয়া ও তাঁর স্ত্রী।

সিবিআই-এর অভিযান শেষ মনীশ সিসোদিয়া জানিয়েছেন, "আমার বাসভবনে সিবিআই অভিযানের সময় যেমন কিছু পাওয়া যায়নি, তেমনই কিছুই পাওয়া যায়নি আমার ব্যাঙ্ক লকারেও। আমি খুশি যে আমি ক্লিন চিট পেয়েছি। সিবিআই আধিকারিকরা আমাদের সঙ্গে ভাল ব্যবহার করেছেন এবং আমরাও তাঁদের সহযোগিতা করেছি। সত্যের জয় হয়েছে।"


You might also like!