নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া শনিবার, ১৬ সেপ্টেম্বর উত্তর প্রদেশের আগ্রায় আয়োজিত অঙ্গদানের অঙ্গীকারের নেতৃত্ব দেবেন। আগ্রার জিআইসি গ্রাউন্ডে আয়োজিত হবে এই অনুষ্ঠান। প্রায় ১০ হাজার মানুষ ওই দিন অঙ্গ দান করার প্রতিশ্রুতি নেবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়াও আগ্রায় ২৩টি সমন্বিত জনস্বাস্থ্য ল্যাব এবং ৮৭টি ব্লক জনস্বাস্থ্য ইউনিটের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। ওই দিন আগ্রার সরোজিনী নাইডু মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লকেরও উদ্বোধন করা হবে।