Country

1 week ago

Mandaviya : সংবিধান দিবস স্মরণে দিল্লিতে পদযাত্রা, চারাগাছ রোপণ করলেন মান্ডভিয়া

Mandaviya
Mandaviya

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : সংবিধান দিবস স্মরণে সোমবার সকালে দিল্লিতে অনুষ্ঠিত হল "আমাদের সংবিধান, আমাদের সম্মান পদযাত্রা"-র। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া 'হামারা সংবিধান, হামারা সম্মান' পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এবং চারাগাছ রোপণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ধর্মেন্দ্র প্রধানও উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কুস্তিগীর এবং বিজেপি নেতা যোগেশ্বর দত্ত এবং ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু 'হামারা সংবিধান, হামারা সম্মান' পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "সংবিধান তৈরির ৭৫ বছর পূর্ণ হবে বলে আমরা এই সংবিধান যাত্রা করছি।"

ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু বলেছেন, "আমি এখানে এসে খুশি। আমি যুবসমাজকে তাঁদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেব।" গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, "সংবিধান (তৈরির) ৭৫ বছর পূর্ণ করবে, তাই আমরা 'হামারা সংবিধান, হামারা সম্মান' উদযাপন করছি। আমি তরুণদের বলতে চাই দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে।"

You might also like!