শিলং, ১৬ জানুয়ারি : আগামী ১৮ জানুয়ারি মেঘালয়ের উত্তর গারোপাহাড় জেলার মেন্দিপথারে প্রস্তাবিত জনসভায় ভাষণ দেবেন তৃণমূল-সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেন্দিপথারের দিলমা আপল খেলার মাঠে জনসভায় মমতার সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মেঘালয় টিএমসির স্টেট-ইনচার্জ মানস ভুনিয়া এই খবর জানিয়ে বলে, প্রস্তাবিত জনসভায় তৃণমূল কংগ্রেসের মেঘালয় রাজ্য সভাপতি চার্লস পিংগ্রোপ, রাজ্যসভায় সংসদীয় দলের নেতা ডেরেক ও'ব্রায়েন, মেঘালয় বিধানসভায় বিরোধী দলের নেতা ডা. মুকুল সাংমা সহ রাজ্যস্তরের নেতারা উপস্থিত থাকবেন।
মানস ভুনিয়া জানান, গত বছরের ১৩ ডিসেম্বরে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানী শিলঙে এসে মহিলাদের জন্য মেঘালয় টিএমসি-র অনন্য আর্থিক সহায়তা প্রকল্প ‘ডব্লিউই কার্ড’ চালু করেছিলেন। এই প্রকল্পে এখন পর্যন্ত ৩.১৪ লক্ষের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। এছাড়া, টিএমসি-প্রধান দলীয় নেতাদের সাথে আসন্ন ৬০ আসনের রাজ্য বিধানসভা নির্বাচনের কৌশল নিয়েও আলোচনা করেছেন, বলেন ভুনিয়া।