Country

2 weeks ago

Hanuman Jayanti 2025: শাহ, দিলীপের সঙ্গে মমতাও সামিল হনুমান জয়ন্তীর শুভেচ্ছায়

Hanuman Jayanti 2025
Hanuman Jayanti 2025

 

নয়াদিল্লি, ১২ এপ্রিল : শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মত সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষের মত ওই দলের রাজ্য স্তরের নেতাও। এদিকে এই নিয়ে শুভেচ্ছা জানাতে সামিল হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন এক্সবার্তায় অমিত শাহ লিখেছেন, “শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। সঙ্কট মোচন ভগবান বজরঙ্গবলী সকলের কষ্ট দূর করুন এবং শক্তি, বুদ্ধি, প্রজ্ঞা এবং দীর্ঘ জীবন দান করুন। জয় শ্রী রাম! মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ লিখেছেন ইংরেজি ও হিন্দি ভাষায়। দিলীপ ঘোষ লিখেছেন, “সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা!” মমতা লিখেছেন, “শুভ হনুমান জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা।”

You might also like!