শিলং, ১৮ জানুয়ারি : মেঘালয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পরিবর্তন করতে তৃণমূল কংগ্রেসই বিকল্প। বুধবার মেঘালয়ে দাঁড়িয়ে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গারো পাহাড়ে জোড়াফুল শিবিরের রাজনৈতিক সভা থেকে মেঘালয়ের সাধারণ মানুষকে এই বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল কংগ্রেসের নেত্রী। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘লড়াই করে উঠে এসেছি, ভয় দেখিয়ে লাভ নেই।’ বুধবার হাসিমারা থেকেই মেঘালয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি জনসভায় অংশ নেন তিনি। তাঁর এই মেঘালয় সফরে সঙ্গী রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জনসভা থেকে মমতা দুর্নীতিগ্রস্ত মেঘালয় সরকারকে উচ্ছেদ করার ডাক দেন। তাঁর দাবি, এবার মেঘালয়ে তৃণমূলই সরকার গড়বে। বুধবার মুখ্যমন্ত্রী সভা থেকে নিজের ছাত্র জীবনের রাজনীতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমার জীবনে প্রথমে বামপন্থীদের বিরুদ্ধে লড়েছিলাম। তখন আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু কংগ্রেস আমাকে সেই সুরক্ষা দিতে পারেনি। আমার ভাই ও বোনেরা আপানারা কল্পনা করতে পারবেন না আমার উপর কীভাবে অত্যাচার করা হত।’
মমতা বলেন, ‘আপনারা হয়ত জানেন না আমাকে এখনও আরও কী কী সহ্য করতে হচ্ছে। আমার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। আমার মাথা পুরো থেতলে গিয়েছিল। আমার দুই চোখের অস্ত্রোপচার হয়েছে। আমার দুই হাতে অস্ত্রোপচার হয়েছে। আমার পিঠেও অস্ত্রোপচার হয়েছে। আমারে পেটে অস্ত্রোপচার হয়েছে। আমার সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে গিয়েছে। তবুও আমি এইসব নোংরা বা দুষ্টু মানুষের কাছে মাথা নত করিনি।’