অমৃতসর, ২৬ সেপ্টেম্বর : পঞ্জাবের অমৃতসরে ভয়াবহ আগুন লাগল একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার ভোররাতে ওই টেক্সটাইল ফ্যাক্টরিতে আগুন লাগে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ১২টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর সকালের দিকে আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।দমকল অফিসার জগমোহন কুমার বলেছেন, "বৃহস্পতিবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই, খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১২টি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।