Country

1 year ago

Major fire breaks out at a hotel : লখনউয়ের বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন; নিরাপদে উদ্ধার দু''জন অতিথি, উদ্বিগ্ন রাজনাথ ও যোগী

Major fire breaks out at a hotel
Major fire breaks out at a hotel

 

লখনউ, ৫ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে ভয়াবহ আগুন লাগল একটি বিলাসবহুল হোটেলে। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় অবস্থিত। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল হোটেলটিতে সোামবার সকালে আগুন লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন অতিথি। জানলা ভেঙে তাদের বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হোটেলের চার পাশ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লাগে। হোটেলের জানলা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকল কর্মীদের। ডিজি (আগুন) অবিনাশ চন্দ্র জানিয়েছেন, হোটেলের ঘর গুলি ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তাই ভিতরে যাওয়া মুশকিল হচ্ছে। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। দু''জনকে উদ্ধার করা হয়েছে। তবে, এক-দু''টি রুম থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। সেই রুমগুলির ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। জেলাশাসক জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। হোটেলে আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

You might also like!