Country

1 year ago

মাইসুরু থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, শিবরাত্রি স্বামীজীর আশীর্বাদ নিলেন রাহুল

Rahul Gandhi
Rahul Gandhi

 


মাইসুরু, ৩ অক্টোবর : দেশকে একত্রিত করার যে অভিযান কংগ্রেস চালাচ্ছে, তা সোমবার কর্ণাটকের মাইসুরু থেকে শুরু হয়েছে। এদিন সকালে মাইসুরুর হার্ডিঞ্জ সার্কেল, আর গেট থেকে শুরু হয়েছে পদযাত্রা। ভারত জোড়ো যাত্রা এখন কর্নাটকে চলছে, গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে ভারত জোড়ো যাত্রার কেরল পর্যায়। এদিন সকালে মাইসুরুর সুত্তুর মঠ পরিদর্শন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শ্রী শ্রী শিবরাত্রি দেশিকেন্দ্র স্বামীজীর আশীর্বাদ নেন তিনি।

মঠ পরিদর্শনের পর শুরু হয় রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। হাজার হাজার কংগ্রেস কর্মী, নেতা ও সাধারণ মানুষ রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় পা মেলান। এদিনও পদযাত্রীদের চোখে মুখে ছিল উৎসাহ ও উদ্দীপনা। রাহুল গান্ধী হাঁটতে হাঁটতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেছেন। এদিন রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় হাঁটেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, দলের শীর্ষ নেতা রণদীপ সুরেজওয়ালা প্রমুখ।


You might also like!