Country

1 year ago

Weather of Jammu and Kashmir: শুষ্ক ও মনোরম আবহাওয়া কাশ্মীরে, দ্রাসে তাপমাত্রা কমে ৬.৩ ডিগ্রি

main clear and no rain forecast in Jammu and kashmir
main clear and no rain forecast in Jammu and kashmir

 

শ্রীনগর ও জম্মু, ৯ সেপ্টেম্বর : তাপমাত্রার পারদ একটু একটু করে কমছে জম্মু ও কাশ্মীরে, গরম কমছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। শুক্রবার মূলত পরিষ্কার ছিল জম্মু ও কাশ্মীরে আকাশ। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।

জম্মুতে তো এখন গরম বেশ ভালোই অনুভূত হচ্ছে, তুলনামূলক গরম কমছে কাশ্মীর ও লাদাখেও। শ্রীনগরে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ১২.৭ ডিগ্রি ও গুলমার্গে ১০.৭ ডিগ্রি। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৩ ডিগ্রি, লেহ-তে ১১.২ ডিগ্রি ও কার্গিলে ১০.৯ ডিগ্রি। জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!