কলকাতা, ১৭ সেপ্টেম্বর : জীবনের আরও একটি বসন্ত পার। ৭২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, ১৭ সেপ্টেম্বর জন্মদিন তাঁর। সেই উপলক্ষে শাসক-বিরোধী, সব শিবির থেকেই শুভেচ্ছা পেয়েছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শনিবার মোদিকে ট্যুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মহুয়া লেখেন, 'আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। যে ভাবে বিলুপ্ত প্রায় চিতাদের জন্য সজাগ তিনি, আশাকরি সাংবিধানিক সুরক্ষার অবলুপ্তি নিয়েও একই ভাবে গরজ দেখাবেন।" মহুয়ার শুভেচ্ছাবার্তায় স্পষ্টতই রয়েছে কটাক্ষের মিশেল। যে সময়ে মহুয়া এই মন্তব্য করলেন, তা-ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ শনিবারই নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে খাঁচা খুলে মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে ছেড়ে দিয়েছেন মোদী। মোদীর জন্মদিন এবং ৭০ বছর পর ভারতে চিতার প্রত্যাবর্তনকে সংযোগ হিসেবেই ধরছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তা নিয়ে উচ্ছ্বাসও চোখে পড়ছে। সেই আবহেই এমন ট্যুইট করলেন মহুয়া। এর আগে সংসদে দাঁড়িয়েই মোদী সরকারের বিরুদ্ধে একাধিক বার সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলতে শোনা গিয়েছে তাঁকে।