দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- হরিয়ানায় এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগে কংগ্রেসের যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা মহেশ দাইমা। এদিন দিল্লিতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডার উপস্থিতিতে কংগ্রেসের যোগ দিয়েছেন মহেশ দাইমা।
কংগ্রেসে যোগ দেওয়ার পর মহেশ দাইমা বলেছেন, "কংগ্রেস আদর্শের দল...ভূপিন্দর সিং হুডা সরকার যেভাবে জনগণের জন্য, গুরুগ্রামের উন্নয়নের জন্য কাজ করেছে... এসব দেখে মানুষ তাঁকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়... যদি আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেওয়া হয়, আমি অবশ্যই নির্বাচনে লড়ব।"