Country

3 weeks ago

Narendra Modi :মহারাষ্ট্রে মহাযুতির স্থিতিশীল সরকার দরকার : নরেন্দ্র মোদী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রে মহাযুতির স্থিতিশীল সরকার দরকার। মহারাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে এই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী।  মহারাষ্ট্রের সোলাপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "মহারাষ্ট্রে মহাযুতির স্থিতিশীল সরকার দরকার, যার একমাত্র লক্ষ্য রাজ্যের উন্নয়ন। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এমভিএ-র লোকজন গাড়িতে ভ্রমণ করছে, তারা নিজেদের মধ্যে মারামারি করে সময় নষ্ট করে।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "আমাদের সরকার দেশের আখ চাষীদের জন্য কাজ করছে। ইথানল অর্থনীতির মাধ্যমে আমরা আখ চাষীদের জন্য আয়ের নতুন পথ তৈরি করছি।" জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, "মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কি ইথানল প্রযুক্তি এসেছে? না। এটা আগেও ছিল কিন্তু আগের সরকার তা উপেক্ষা করেছিল। এখন পেট্রোলে ইথানলের মিশ্রণ ১৫ শতাংশ বেড়েছে। লক্ষ্য ২০ শতাংশের লক্ষ্যে পৌঁছানো। গত ১০ বছরে আমরা ইথানল কেনার মাধ্যমে আখ চাষীদের ৮০ হাজার কোটি টাকা দিয়েছি।"

You might also like!