Country

2 weeks ago

J P Nadda: মহাযুতি সরকার মহারাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম : জে পি নাড্ডা

J P Nadda
J P Nadda

 

নবি মুম্বই, ১৮ নভেম্বর : মহারাষ্ট্রের মহাযুতি সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর কথায়, মহাযুতি সরকার মহারাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম। সোমবার মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে এক নির্বাচনী প্রচারে নাড্ডা বলেছেন, আমি মহারাষ্ট্রের যেখানেই যাই, সেটা পশ্চিম মহারাষ্ট্র, উত্তর মহারাষ্ট্র অথবা কোঙ্কনই হোক না কেন, আমি একই আওয়াজ শুনতে পাচ্ছি যে এবার মহাযুতি আসতে চলেছে।

নাড্ডা আরও বলেছেন, আমি বলতে পারি, মহাযুতি সরকার মহারাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম। মহাযুতি থাকলে অগ্রগতি হয়। মহাযুতি থাকলে উন্নয়ন হয়। মহাযুতি থাকলে সমৃদ্ধি হয়, তাই আমি অনুরোধ করতে এসেছি, বিষয়টি সরকারের আসা-যাওয়া নিয়ে নয়। বিষয়টি মহারাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে।

You might also like!