মোরবি, ১২ ফেব্রুয়ারি : সমাজকে আধুনিকতা ও সামাজিক ন্যায়বিচারের পথ দেখিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি। তিনি ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজে প্রচলিত কুসংস্কার ও কুপ্রথা দূর করার উদ্যোগ নিয়েছিলেন। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার গুজরাটের মোরবি জেলার টাঙ্কারায় আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন।
রাষ্ট্রপতি বলেছেন, "আমাদের দেশের মাটি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর মতো উজ্জ্বল ব্যক্তিত্বের জন্মে ধন্য হয়েছে। স্বামীজি সমাজ সংস্কারের উদ্যোগ নেন এবং সত্য প্রমাণের জন্য 'সত্যর্থ প্রকাশ' নামে একটি অমর গ্রন্থ রচনা করেন। লোকমান্য তিলক, লালা হংসরাজ, স্বামী শ্রদ্ধানন্দ এবং লালা লাজপত রায়ের মতো মহান ব্যক্তিত্বদের উপর তাঁর আদর্শের গভীর প্রভাব ছিল। স্বামীজি এবং তাঁর অসাধারণ অনুগামীরা ভারতের মানুষের মধ্যে নতুন চেতনা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছিলেন।"