Country

2 months ago

Maharashtra: মুম্বইয়ের দিকে এগিয়ে আসছেন মহারাষ্ট্রের কৃষকরা, মনে একরাশ ক্ষোভ ও অভিযোগ

Maharashtra farmers on their way to mumbai
Maharashtra farmers on their way to mumbai

 

মুম্বই ও থানে, ১৬ মার্চ:  মার্চ মাসের প্রখর রোদকে উপেক্ষা করেই ‘লং মার্চ’ শুরু করে দিয়েছেন মহারাষ্ট্রের কৃষকেরা। নাসিকের ডিন্ডোরি থেকে রাজধানী মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে দিয়েছেন অন্নদাতারা। বৃহস্পতিবার সকালে কৃষকদের প্রতিবাদ মিছিল পৌঁছেছে থানে-তে, পেঁয়াজের দাম, কৃষিঋণ মকুব-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ মিছিল করে কৃষকরা মুম্বইয়ের দিকে এগিয়ে আসছেন।

কৃষিঋণ মকুব, ভূমিহীন আদিবাসীদের জঙ্গলের জমির পাট্টা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, সেচের সুবিধা এবং কৃষকদের পেনশনের দাবিতে মহারাষ্ট্রে গত এক দশক ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষক সংগঠন ‘অল ইন্ডিয়া কিসান সভা’ (এআইকেএস)। ওই দাবিগুলি সামানে রেখে ২০১৮ সালে পায়ে হেঁটে নাসিক থেকে মুম্বই পৌঁছে গিয়েছিলেন ৫০ হাজারেরও বেশি কৃষক। দেশের ‘অন্নদাতা’দের সেই মিছিলকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিল মহারাষ্ট্রের নাগরিক সমাজ। বিরোধীরাও সেই ‘লং মার্চ’-কে সমর্থন করেছিল। প্রবল চাপের মুখে সে বার কৃষকদের দাবি মেনে ছ’মাসের মধ্যে তা পূরণ করার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ঘটনাচক্রে, তিনি এখন উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে। এ বার ১৭ দফা দাবি ভিত্তিতে ফের ‘কিসান লং মার্চ’ শুরু হয়েছে। শামিল হয়েছেন ১০ হাজারেরও বেশি কৃষক।


You might also like!