ভোপাল, ৪ জুন : নির্বাচনী বছরে বিভিন্ন সংগঠনের শক্তি প্রদর্শন রয়েছে। রাজপুত, কুশওয়াহা ও সাহু সমাজের পর এখন ব্রাহ্মণ সমাজ মহাকুম্ভের আয়োজন করছে। আজ রাজ্যের সমস্ত ব্রাহ্মণ সংগঠন ভোপালের জাম্বরী ময়দানে এক মঞ্চে একটি বিশাল ব্রাহ্মণ মহাকুম্ভ হুংকার সম্মেলন আয়োজন করতে চলেছে। এই মহাকুম্ভে ৫ লাখ লোকের সমাগম হবে বলে দাবি করা হয়েছে। এই মহাকুম্ভে অ্যাট্রোসিটি আইন বাতিল, কমিশন গঠনসহ ১১ দফা দাবি সরকারের কাছে পেশ করা হবে।
ব্রাহ্মণ সমাজের রাজ্য সভাপতি গৌরশঙ্কর কক্কর জানান, মহাকুম্ভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আচার্য দ্বারকাপীঠের জগদগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মহাকুম্ভে ডাকা হয়েছে সব রাজনৈতিক দলের ব্রাহ্মণ নেতাদের। এই মহাকুম্ভ সব রাজনৈতিক দলকে বোঝানোর প্রয়াস যে ব্রাহ্মণদের সহযোগিতা ছাড়া ক্ষমতা অর্জিত হবে না। ব্রাহ্মণ সমাজের ১১ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো সমাজের কমিশন গঠন। অরাজনৈতিক ব্যক্তিকে সভাপতি করতে শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের উচিত অবিলম্বে অ্যাট্রোসিটি আইন বাতিল, পুরোহিতদের সম্মানী বৃদ্ধি, জমি বরাদ্দ এবং শহিদ চন্দ্রশেখর আজাদ ও মঙ্গল পাণ্ডের পরিবারকে সম্মান দিতে আর্থিকভাবে সহায়তা করা।