Country

1 week ago

Madhya Pradesh Chief Minister: রবিবার জম্মুতে নির্বাচনী প্রচারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Madhya Pradesh Chief Minister (Symbolic Picture)
Madhya Pradesh Chief Minister (Symbolic Picture)

 

ভোপাল, ২২ সেপ্টেম্বর: জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য জোরকদমে প্রচার চলছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী . মোহন যাদবও রবিবার জম্মুতে নির্বাচনী প্রচারে যাবেন। তিনি সাম্বা বিধানসভা থেকে বিজেপি প্রার্থী সুরজিত সিং সালাথিয়ার সমর্থনে একটি জনসভায় ভাষণ দেবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী . যাদব সকাল ১১টায় ভোপাল থেকে বিমানে রওনা হবেন এবং দুপুর ১২.১২ মিনিটে জম্মু বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সাম্বা জেলার ঘগওয়ালের মডার্ন এডুকেশন ইনস্টিটিউটে পৌঁছে জনসভায় ভাষণ দেবেন। এরপর বিকেল ৪টায় গুরহায় রামলীলা ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী . যাদব সন্ধ্যা ৬টায় জম্মু থেকে আবার ভোপালের উদ্দেশ্যে রওনা হবেন।

You might also like!