Country

2 weeks ago

Jaipur: লখনউগামী বিমানে নিরাপত্তা ঝুঁকি! অবতরণ জয়পুরে, মিলল না কিছুই

Lucknow flight security risk
Lucknow flight security risk

 

জয়পুর, ১৬ অক্টোবর : বিমানে বোমাতঙ্কের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েই চলেছে। এবার সৌদি আরবের দাম্মাম থেকে উত্তর প্রদেশের লখনউগামী ইন্ডিগোর একটি বিমানে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা। ফলে কোনও রকম ঝুঁকি না নিয়েই বিমানটিকে মঙ্গলবার রাতে জয়পুর বিমানবন্দরে অবতরণ করানো হয়।

ইন্ডিগোর ৬ই ৯৮ বিমানে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। মেইল মারফত এসেছিল হুমকি বার্তাটি। ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, বিমানে থাকা সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং সবাই সুরক্ষিত রয়েছেন।

You might also like!