Country

2 months ago

Loksabha and Rajya Sabha: সংসদের কাজকর্ম ফের পন্ড, তুমুল হইচইয়ে দুই কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি

loksabha and rajya sabha adjourned
loksabha and rajya sabha adjourned

 

নয়াদিল্লি, ২০ মার্চ : শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সংসদে। আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধীদের হইহট্টগোলে সোমবারও উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা। একইসঙ্গে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বললেন বিজেপি সাংসদরা। শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল হইচইয়ের কারণে প্রথমে সোমবার দুপুর দু''টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে ফের উভয়কক্ষের অধিবেশন ফের শুরু হলেও, শান্তি ফেরেনি। তাই দিনের মতো দুই কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

এই নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের একদিনও সেভাবে কাজকর্ম হল না সংসদে। সোমবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। শুরু থেকেই আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানাতে থাকেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। আবার রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন বিজেপি সাংসদরা। তুমুল হইচই ও স্লোগানের কারণে সভার কাজকর্ম ঠিকভাবে চালান যাচ্ছিল না। একই পরিস্থিতি ছিল সংসদের উভয়কক্ষেই। তাই প্রথমে দুপুর দু''টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন বলেন, সংসদ স্লোগান দেওয়ার স্থান নয়। সংসদের কাজকর্ম চলতে দিন। তারপরও থামেননি কেউ। দুপুর দু''টোর পর অধিবেশন শুরু হলেও, স্লোগান, হইহট্টগোল চলতে থাকে। তাই দিনের মতো দুই কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।


You might also like!