দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসমে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী আগামী বছর সরকারি কর্মচারীরা পাবেন ৩৬ দিন ছুটি। এছাড়া একদিন পাবেন অৰ্ধদিবস ছুটি। প্ৰতি মাসের দ্বিতীয় এবং চতুৰ্থ শনিবার বন্ধ থাকবে রাজ্য সরকারের কাৰ্যালয়।
প্রকাশিত ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ১৪ এবং ১৫ জানুয়ারি মাঘ বিহু (পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি) এবং টুসু পূজা, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্ৰ দিবস, ২৮ জানুয়ারি বাথৌ পূজা, ৩১ জানুয়ারি মেডাম-মে-ফি।
১২ ফেব্ৰুয়ারি বীর চিলারায় দিবস।
১৪ মাৰ্চ দোল যাত্ৰা, ৩১ মাৰ্চ ঈদ-উল-ফিতর।
১৪, ১৫ এবং ১৬ এপ্ৰিল বহাগ বিহু (পয়লা বৈশাখ), ১৮ এপ্ৰিল গুড ফ্ৰাইডে, ২১ এপ্ৰিল সতী সাধনী দিবস, ২৮ এপ্ৰিল দামোদর দেব তিথি।
১ মে মে দিবস, ১২ মে বুদ্ধ পূৰ্ণিমা।
৭ জুন ঈদ-উদ-জোহা, ১২ জুন শ্ৰীশ্ৰী মাধবদেবের জন্মোৎসব।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ২৫ আগস্ট শ্ৰীশ্ৰী শংকরদেবের তিরোধান তিথি।
৩ সেপ্টেম্বর করম পূজা, ১২ সেপ্টেম্বর শ্ৰীশ্ৰী মাধবদেবের তিরোধান তিথি, ১৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর দুৰ্গা পূজা।
২ অক্টোবর বিজয়া দশমী, শ্ৰীশ্ৰী শংকরদেবের জন্মোৎসব, মহাত্মা গান্ধীর জন্মদিন, ১৮ অক্টোবর কাতি বিহু ((কার্তিক সংক্রান্তি)), ২০ অক্টোবর কালী পূজা ও দীপাবলি, ২৩ অক্টোবর ভাতৃ দ্বিতীয়া, ২৮ অক্টোবর ছট পূজা।
৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী, ২৪ নভেম্বর লাচিত দিবস।
২ ডিচেম্বর অসম দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন।এদিকে ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষ্যে অৰ্ধ দিবাস ছুটি।
অন্যদিকে আলি আয়ে লৃগাং উপলক্ষ্যে ধেমাজি, উত্তর লখিমপুর, শোণিতপুর, তিনসুকিয়া, ডিব্ৰুগড়, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, মাজুলি, চড়াইদেও এবং বিশ্বনাথ জেলায় সম্পূৰ্ণ দিবস ছুটি প্ৰযোজ্য হবে।এছাড়া ২০ এবং ২১ নভেম্বর মাতৃ-পিতৃ বন্দনার অধীনে থাকবে দুদিনের বিশেষ ছুটি।