শ্রীনগর, ৫ অক্টোবর : বুধবার শ্রীনগরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সহ বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে একটি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসময় তিনি ঊর্ধ্বতন কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠকে সিভিল প্রশাসন, পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং জম্মু ও কাশ্মীর এবং কেন্দ্রের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত ছিলেন।
অমিত শাহ এর পর এদিন দশেরা উপলক্ষে বারামুল্লার অধ্যাপক ড. মীর স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আজ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ নয়াদিল্লি ফিরবেন।