Country

2 weeks ago

Delhi Accident: পূর্ব দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত্যু আইনজীবীর, তদন্ত শুরু পুলিশের

Delhi Accident
Delhi Accident

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : ফের হিট এন্ড রান মামলা! এবার ঘটনাস্থল রাজধানী দিল্লি। বুধবার রাতে পূর্ব দিল্লির গাজীপুর এলাকায় গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন মোটরবাইক আরোহী এক ব্যক্তি। মৃত ব্যক্তি পেশায় আইনজীবী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম - মিথলেশ চৌবে (৪০)। তিনি কাডকাডুমা আদালতে প্র্যাকটিস করতেন।

বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ওই আইনজীবী। বুধবার রাতে তাঁর মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে।

You might also like!