নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে তাঁর জন্মবার্ষিকীতে স্মৃতি চারণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, “লতা দিদি তাঁর প্রাণবন্ত গানের কারণে মানুষের হৃদয়ে সব সময়ে বেঁচে থাকবেন। আমার সৌভাগ্য, আমি তাঁর স্নেহ ও আশীর্বাদ গ্রহণ করতে পেরেছি।”
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, "লতা দিদি ও আমার মধ্যে একটা বিশেষ বন্ধন ছিল। তাঁর স্নেহ ও আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে।"