পাটনা : আরজেডি-র তীব্র সমালোচনা করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় কুমার সিনহা বলেছেন, বিরোধীরা বিহারে লন্ঠন যুগ ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু জনতা লণ্ঠনকে ভেঙে ফেলেছেন। লণ্ঠনের তেল শেষ হয়ে গিয়েছে। লন্ঠন যুগ আর ফিরে আসবে না, এখন এলইডি-র যুগ। স্মার্ট মিটার প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করেছে সরকার। স্মার্ট মিটারের অধীনে যেখানে সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে।