Country 6 months ago

landslide in Kerala : কেরলের ইদুক্কিতে ভূমিধস তলিয়ে গেল বাড়ি, প্রাণ হারালেন ৩ জন

landslide kills three people in kerala

 

ইদুক্কি, ২৯ আগস্ট : প্রবল বৃষ্টির জেরে কেরলের ইদুক্কি জেলার থোডুপুঝা তালুকায় জলের স্রোতে ভেসে গেল একটি বাড়ি। ভূমিধসের জেরে বাড়ি তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও দু''জনের খোঁজ পাওয়া যায়নি। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে থোডুপুঝা তালুকার অন্তর্গত কুডায়াথুর (কানজার) গ্রামে।

পুলিশ জানিয়েছে, বিগত দু''দিন ধরে কেরলের পার্বত্য অঞ্চলে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যেই সোমবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ থোডুপুঝা তালুকার অন্তর্গত কুডায়াথুর (কানজার) গ্রামে ভূমিধসে জেরে তলিয়ে যায় একটি বাড়ি। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকাজ শুরু হলেও, ৩ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। পাশাপাশি খুঁজে পাওয়া যাচ্ছে না দু''জনকে।

You might also like!