Country

2 weeks ago

joshimath incident : জোশীমঠে ভয়াবহ ধস, ভেঙে পড়লো পাহাড়ের একাংশ

joshimath landfall (symbolic picture)
joshimath landfall (symbolic picture)

 

দেহরাদূন, ১০ জুলাই ঃ মঙ্গলবার জোশীমঠের পাহাড়ি রাস্তায় এক ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। জোশীমঠের কাছে এই পাহাড় থেকে পাথর খসে পড়ার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, প্রথমে পাহাড় থেকে বড় বড় পাথর পড়তে শুরু করে, তারপর ওই অংশের গোটা পাহাড়টাই ধসে পড়ে। ফলে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। তবে সবাই সতর্ক থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি। পাথরের ধ্বংসস্তূপ সরিয়ে বন্ধ হয়ে যাওয়া জাতীয় সড়ক খুলে দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে শুরু করে প্রশাসন। তবে ধ্বংসস্তূপ সরানোর সম্পূর্ণ কাজ শেষ হতে সময় লাগবে বলে জানা গেছে প্রশাসনের তরফে।

You might also like!