Country

1 week ago

BHAGALPUR VIOLANCE : বিহারে জমি সংক্রান্ত বিবাদ, দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ছয়জন

BIHAR
BIHAR

 

ভাগলপুর, ২৫ নভেম্বর : বিহারের সবুর থানার পারগাদি গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সোমবার এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ছয়জন ।

নিহত ব্যক্তির নাম অনুরুদ্ধ মন্ডল। আহতরা হলেন বুদ্ধিনাথ মণ্ডল (৫১), শ্রাবণ কুমার (১৯), শচীন কুমার (২২) ও সন্দীপ কুমার (১৯)। এরা সবাই একপক্ষের লোকজন। অপর পক্ষের সিকান্দার মন্ডল, রাজা কুমার ও প্রমোদ কুমারের বিরুদ্ধে মারধেরের অভিযোগ উঠেছে। সিকান্দার মন্ডল অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ।

ঘটনার বিষয়ে নিহতের পরিবারের তরফে মিথিলেশ কুমার জানান, এদিন সকালে তারা আগাছা পরিষ্কার করতে মাঠে পৌঁছেছিল। সেই সময় অপর পক্ষের লোকজন হামলা চালায়। সংঘর্ষের ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মায়াগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অনুরুদ্ধ মন্ডলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। শচীন কুমারের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার তদন্ত করছে পুলিশ।


You might also like!