Country 5 months ago

অমিত শাহকে বিঁধলেন লালু প্রসাদ, বললেন তিনি বিচলিত তাই ছুটে বেড়াচ্ছেন

Lalu Prasad slammed Amit Shah

 

পাটনা, ২৪ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। শনিবার কটাক্ষের সুরে লালু বলেছেন, তিনি বিচলিত তাই ছুটে বেড়াচ্ছেন। শুক্রবার বিহারের পূর্ণিয়ার জনসভা থেকে লালু ও নীতীশের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আক্রমণের জবাব দিতে গিয়ে শনিবার লালু বলেছেন, অমিত শাহ বিচলিত। বিহারে তাঁদের সরকার নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় তিনি বিচলিত। ২০২৪ সালেও একই ঘটনা ঘটতে চলেছে। তাই তিনি ছুটে চলেছেন এবং বলছেন "জঙ্গলরাজ"। গুজরাটে থাকাকালীন তিনি কী করতেন? তিনি যখন সেখানে ছিলেন তখন জঙ্গলরাজ ছিল।" ২০২৪ সালে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের ডাক দিয়ে লালুপ্রসাদ বলেছেন, "হ্যাঁ, আমরা (তাঁদের) উপড়ে ফেলব। আমাকে কতবার একথা বলতে হবে?" কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে রবিবার, ২৫ সেপ্টেম্বর দিল্লিতে যাচ্ছেন লালু ও নীতীশ। একথা জানিয়ে লালুপ্রসাদ যাদব বলেছেন, নীতীশজি এবং আমি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ করতে আমরা সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাব।

You might also like!