নয়াদিল্লি, ২ অক্টোবর : প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে তাঁর জন্মজয়ন্তীতে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির বিজয় ঘাটে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এছাড়াও নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ''প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাপূর্বক নমন। যিনি দেশের 'জওয়ান', 'কিষাণ' ও 'স্বাভিমান'-এর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।"
প্রধানমন্ত্রী ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা প্রমুখ।