তিরুপতি, ২৩ সেপ্টেম্বর : লাড্ডু প্রসাদ বিতর্কের মধ্যেই সোমবার মহা শান্তি হোমযজ্ঞর আয়োজন করা হল তিরুপতি মন্দিরে। টিটিডি (তিরুমালা তিরুপতি দেবস্থানমস)-র পক্ষ থেকে লাড্ডু প্রসাদ বিতর্কের মধ্যেই মহা শান্তি হোমের আয়োজন করা হয়েছে। তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি)-এর নির্বাহী আধিকারিক শামালা রাও এবং বোর্ডের অন্যান্য আধিকারিকরা পুরোহিতদের সঙ্গে হোমযজ্ঞতে অংশ নিয়েছেন।
ভারতের জনপ্রিয় তিরুপতি মন্দিরে সারা বছর লাখ লাখ ভক্তের সমাগম হয়। তিরুপতি মন্দিরের আরাধ্য দেবতা ভেঙ্কটেশ্বর। যিনি ভগবান বিষ্ণুর অবতার। বালাজি, গোবিন্দ, শ্রীনিবাস, একাধিক নামে ডাকা হয় এই দেবতাকে।