নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : কংগ্রেস সভাপতি পদের দৌড়ে এবার প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও। বৃহস্পতিবার দলীয় সভাপতি পদের নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দিগ্বিজয় সিং। শুক্রবারই মনোনয়ন পত্র পেশ করবেন তিনি। কংগ্রেস সভাপতি পদের নির্বাচন ত্রিমুখী হতে চলেছে না-কি দ্বিমুখী, এমন একটি প্রশ্ন শুনে দিগ্বিজয় বলেছেন, ৪ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করুন।
শুক্রবার কংগ্রেস সভাপতি পদের নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানিয়েছেন দিগ্বিজয় সিং। মনোনয়ন পত্র সংগ্রহের আগে তিনি জানান, মনোনয়ন পত্র সংগ্রহের জন্য এখানে এসেছি, আগামীকাল মনোনয়ন পত্র জমা দেব। উল্লেখ্য, কংগ্রেস সভাপতি পদে ভোট আগামী ১৭ অক্টোবর, ফল ঘোষণা ১৯ অক্টোবর। দ্বিগ্বিজয়ের প্রস্তাবক হবেন মধ্যপ্রদেশের ১০ জন বিধায়ক।