নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি: আরও তিন বিশিষ্ট ভারতীয়কে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতিই দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী, চৌধুরী চরণ সিং ও পি ভি নরমসিমহা রাওকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছেন মোদী। দু’জনের মধ্যে কেউই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নন। এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি এক বিজ্ঞানীকেও দেশের সর্বোচ্চ সম্মান প্রাপক হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর নাম এমএস স্বামীনাথন। গত বছর সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে দক্ষিণ ভারতীয় কৃষি বিজ্ঞানী তথা একদা রাজ্যসভার সাংসদ স্বামীনাথনের। ভারতের সবুজ বিপ্লবের অন্যতম রূপকার বলা হয় তাঁকে। তাঁকে এবং বাকি দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হবে।
এই বিশিষ্টদের ভারতরত্ন দেওয়ার ঘোষণায় খুশি ব্যক্ত করেছেন রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধুরী। তিনি বলেছেন, "এটি আমার জন্য একটি বড় দিন এবং আবেগপূর্ণ ও আনন্দের মুহূর্ত। আমি রাষ্ট্রপতি, সরকার এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এটি ছিল তাঁর দৃষ্টিভঙ্গির অংশ। তিনটি পুরস্কার দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে জনগণের অনুভূতি জড়িত।"