Country

1 month ago

Mallikarjun Kharge:ঝাড়খণ্ডে ভোট প্রচারে প্রধানমন্ত্রীকে আক্রমণ খাড়গে-র, কটাক্ষ অমিত শাহকেও

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। র ঝাড়খণ্ডের কাঙ্কে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে খাড়গে বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী অন্যদের ভালো জিনিস দেখেন না। তিনি দেখেন মাত্র দু'জন বড় মানুষ এবং অমিত শাহকে। মন্ত্রিসভায় কেউ কথা বলতে পারে না। শুধু প্রধানমন্ত্রী মোদীই কথা বলতে পারেন এবং অমিত শাহ তা করেন। সমস্ত ক্ষমতা তাঁর কাছে আছে।"

মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, "কিছু মানুষ ভুলে যায় যে, এই যে সংরক্ষণ দেওয়া হয়েছে, তা সেটা এসসি, এসটি, ওবিসি হোক, সাংবিধানিকভাবে এই অধিকার দেওয়া হয়েছে - এর জন্য কৃতিত্ব তাদের যারা আমাদের স্বাধীনতা দিয়েছেন - মহাত্মা গান্ধী, পন্ডিত জওহর লাল নেহেরু , বাবাসাহেব আম্বেদকর।"

You might also like!