Country

1 month ago

Bihar Police Detain Khan Sir: পাটনার থানা থেকে মুক্তি পেলেন খান স্যার, মিছিলে যোগ দেওয়ায় হয়েছিলেন আটক

Bihar Police Detain Khan Sir
Bihar Police Detain Khan Sir

 

পাটনা, ৭ ডিসেম্বর : আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন খান স্যার। শুক্রবার রাতে পাটনার গর্দানিবাগ থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে খান স্যারকে। পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে শুক্রবার। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জনপ্রিয় শিক্ষক খান স্যার এই প্রার্থীদের সমর্থনে সামিল হয়েছিলেন মিছিলে। আর তাই খান স্যারকে আটক করা হয়। আটক করার পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার রাতে খান স্যারকে মুক্তি দেওয়া হয়েছে।

You might also like!