Country 5 months ago

কেরলের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রাহুল গান্ধীর

Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : ভারত জোড়ো যাত্রার শেষ দিনে পদযাত্রায় অভূতপূর্ব সমর্থনের জন্য কেরল রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, তাঁর প্রতি দেখানো স্নেহের জন্য তিনি এখানকার মানুষের কাছে ঋণী।

তিনি এক আবেগঘন ভঙ্গিতে টুইট করেছেন, "বাড়িতে আপনি যেমন ভালবাসা পান, সেই অর্থে আমার বাড়ি কেরলে। আমি যতই স্নেহ দেই না কেন, এখানকার মানুষের কাছ থেকে প্রতিদানে আমি সবসময়ই বেশি পাই। আমি চিরকাল ঋণী। ধন্যবাদ।"

কেরালা প্রদেশের কংগ্রেস কর্মী, পুলিশ, মিডিয়া এবং অন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি কংগ্রেস এবং ইউডিএফ নেতা ও কর্মীদের, কেরল পুলিশ, মিডিয়া কর্মী এবং এই সুন্দর রাজ্যে বসবাসকারী সবাইকে ধন্যবাদ জানাতে চাই।" এই সমর্থনকে কংগ্রেসের শক্তি এবং তার সংকল্পের পরিপূর্ণতার জন্য গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে তিনি বলেন, "আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তা আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে এবং আমাদের অগ্রগতিকে আরও শক্তিশালী করবে।"


You might also like!